ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

৩৯তম বিসিএসের ভাইভা ১০ অক্টোবর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০১৮

৩৯তম বিসিএসে (স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বিসিএস) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।   

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কার্যালয়ে।

এর আগে এমসিকিউ পরীক্ষায় মোট ১৩ হাজার ৭৫০ জন চিকিৎসক পাস করেছেন। সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ চিকিৎসক ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন উত্তীর্ণ হয়েছেন।    

পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেন ৩৯ হাজার ৯৫৪ চিকিৎসক। এই বিসিএসে চার হাজার ৭৯২ জন চিকিৎসককে নিয়োগ করা হবে। এর মধ্যে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন ও ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নতুন নিয়োগ পাবেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক গোলটেবিল বৈঠকে উল্লেখ করেন এই বিসিএস থেকেই আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। 

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি